শখের বসে আমরা অনেক সময় একটি গোলাপ গাছে দুই বা ততোধিক জাতের গ্রাফটিং করে থাকি। ১ গাছে একাধিক রঙের ফুল গাছটির বাজারমূল্য কিংবা সৌন্দর্য্য বাড়ালেও গাছটির জন্য তা খুব ভাল নয়। এতে গাছটির ব্যালেন্স ঠিক রাখা কঠিন হয়ে পড়ে। কোন কারণে একটি গ্রাফটিং ভেঙে গেলেও গাছটির ব্যালেন্স ব্যাপকভাবে নষ্ট হয়ে যায়।