রেইনবো গোলাপ বলতে রঙধনুর রঙে গোলাপের একেক পাঁপড়ির একেক রঙ বোঝায়। তবে রেইনবো বা রঙধনু রঙের গোলাপ এখনও পর্যন্ত শুধুমাত্র ফটোশপ অথবা রঙ স্প্রে করে করা হয়। সরাসরি গাছে এমন গোলাপ হয় না। খুব শীঘ্রই এমন গোলাপ পৃথিবীতে আসবে এটাও জোর দিয়ে বলা যায় না। তাই এ ধরণের গোলাপের গাছ/বীজ হিসেবে যা বিক্রি হয় সেগুলো ক্রেতার সাথে প্রতারণা ছাড়া আর কিছুই নয়।